মোকাদ্দামার নং ০১ ......................... তারিখ ২০১৪
বাদীঃ নূরুল হক ............................ বিবাদীঃ আমির হোসেন গং
০৭/১২/২০১৪ই
অত্র মামলার রায় ও নিষ্পত্তির দিন ধার্য্য আছে। মামলার বিবাদীগণ বাদীর অভিযোগের পরিপ্রেক্ষেতে কোন কাগজ পত্র উপস্থাপন করতে না পারায় অত্র আদালতের কাছে ষ্পষ্ট ভাবে প্রতীয়মান হয় যে, বাদীর উল্লেখকৃত ভূমির বিষয়ে বিবাদীর কাছে কোন প্রকার কাগজপত্র নাই।বাদীর মালিকীয় কালিদহ ও কাজির মৌজার নালিশী ভূমির কাগজপত্র দেখে ও সর্বশেষ সেটেলমেন্ট আদালতের ৩০ ও ৩১ ধারার মামলার রায়ে নালিশী ভূমির প্রকৃত মালিক হিসেবে বাদীকে পাওয়া যায়, যেহেতু বাদী দরখাস্তে উল্লেখিত ভূমির প্রকৃত মালিক এবং তাহার কাগজপত্র ও খাজনার দাখিলা বাদীর মালিকানা স্বত্বকে আরও স্পষ্ট করিয়া তুলে সে কারনে বিবাদীগন কে বাদীর মালিকীয় ভূমি অতিসত্বর বাদীকে দখল বুঝাইয়া দেওয়ার জন্য আদেশ দেয়া হইল।
সেচ্চায় বিবাদীগন বাদীর মালিকীয় ভূমি ছেড়ে না দিলে বাদীকে থানা পুলিশসহ উচ্চ আদালতের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেয়া হইল।
অতএব, আদেশ হয় যে, অত্র পল্লী আদালতে বাদীর অভিযোগ সত্য বলিয়া প্রতিয়মান হওয়ায় নালিশী ভূমির মালিক হিসাবে অত্র আদালত বাদীকে রায় ও ডিক্রী প্রদান করিয়া বাদীর দরখাস্ত নিষ্পত্তি করা হইল।
চেয়ারম্যান
৬নং কালিদহ ইউনিয়ন পরিষদ
ফেনী সদর,ফেনী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS