ক) নাম – ৬নং কালিদহ ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৯.১৭(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৭১৮৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১১ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১১ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৩%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
কলেজ-০১ টি
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- ০৯টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব দিদারুল ইসলাম
ঞ) মসজিদ৩০ টি ও মন্দির-০৮টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঢ) গ্রাম সমূহের নাম –
উত্তর গোবিন্দপুর,দক্ষিণ গোবিন্দপুর,যাত্রসিদ্দি,মহেশপুর,গোহাড়ূয়া,ভালুকিয়া,মাইজবাড়ীয়া,কালিদহ
পশ্চিম ছিলোনিয়া,তুলাবাড়ীয়া,চেওরিয়া,আলোকদিয়া
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –৫ জন।
৪) ইউনিয়ন দোপাদার এক জন।
বিশেষ প্রতিষ্ঠান ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র যাহা উদ্যোক্তা ০১ জন দ্বারা পরিচালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস